সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

রাবি বাংলা অধ্যাপক সুজিত সরকারের মরণোত্তর দেহ দান

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সুজিত কুমার সরকারের (৬৫) মরণোত্তর দেহ দান করা হয়েছে ।

বুধবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে অধ্যাপক সুজিত কুমার সরকারের ছেলে অনুজীপ সরকার জানিয়েছেন ।

তিনি বলেন, বাবা অনেক আগেই এটি বলে রেখেছিলেন আমাদের এবং রেখেছিলেন লিখিত চুক্তিও করে । বাবার ইচ্ছানুযায়ী মরদেহ রামেকের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কাজে দান করা হয়েছে। তাই আমরা গতকাল দুপুরে হস্তান্তর করেছি বাবার মরদেহ রামেকে। অফিসিয়ালি গ্রহণও করেছে তারা মরদেহটি ।

প্রসঙ্গত, গত সোমবার (৭ নভেম্বর) সপরিবারে সেন্ট মার্টিনে ভ্রমণে গিয়ে হঠাৎ অধ্যাপক সুজিত কুমার সরকার অসুস্থ হয়ে পড়েন ।

গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে মারা যান তিনি । এরপর তার মরদেহ অ্যাম্বুলেন্সযোগে প্রথমে নিজ জন্মস্থান নাটোর এবং পরে নিয়ে আসা হয় রাজশাহীতে। পরদিন বুধবার সকালে অধ্যাপক সুজিত কুমার সরকারের মরদেহ বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবনের সামনে রাখা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles