সর্বশেষ

36.5 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

রাসিক নির্বাচন : হাতপাখার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুরশিদ আলমের হাতপাখা প্রতীক খুলে ফেলার। শনিবার (১০ জুন) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ফয়সাল হোসেন।

রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ বিষয়ে  বলেন, ওই প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে একজন অভিযোগ জমা দিয়েছেন। যেহেতু আইন অনুযায়ী ওই প্রার্থী নির্বাচনী এখনো এজেন্ট নিয়োগ দেননি। তাই অভিযোগটি আবার ঠিক করে প্রার্থীকে দিতে বলেছেন। এ বিষয়ে তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন।

লিখিত অভিযোগে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনসহ অন্যান্য সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যরা বারবার বলে আসায় নির্বাচনে আমাদের দল অংশ নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রাজশাহীতে মেয়র প্রার্থীর প্রচারণার ফেস্টুন বিভিন্ন জায়গায় ছিঁড়ে এবং খুলে ফেলা হয়েছে, বিশেষ করে তালাইমারী মোড় থেকে রেলগেট পর্যন্ত। এমনকি আমাদের ফেস্টুন খুলে অনেক জায়গায় সেই জায়গায় লাগানো হয়েছে বা হচ্ছে সরকারদলীয় প্রার্থীর ফেস্টুন-পোস্টার।’

লিখিত অভিযোগে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, ‘রাজশাহী সিটি নির্বাচন এমন অবস্থা বিরাজমান থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে আমিসহ শঙ্কিত আমার দলের নেতা-কর্মীরা।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles