সর্বশেষ

25.5 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

শেষ হলো পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ

টপ নিউজ ডেক্সঃ নির্ধারিত সময়েই শেষ হলো পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ। সোমবার সেতুর ৬ নম্বর মডিউলে সব শেষ ল্যাম্পপোষ্টটি স্থাপন করা হয়। ১১ দশমিক ২ শূন্য মিটার দীর্ঘপথে ৪১৫টি ল্যাম্পপোস্টের এলইডি লাইট রাতের সেতুতে আলোর দ্যুতি ছড়াবে। এদিকে সেতুতে পরীক্ষামূলক অ্যালুমিনিয়ামের রেলিং বসানো শুরু হয়েছে।

সোমবার (১৮ ই এপ্রিল) পদ্মা সেতুর ৬ নম্বর মডিউলে সবশেষটি স্থাপনের মধ্য দিয়ে ল্যাম্পপোস্ট স্থাপন সম্পন্ন হয়েছে। আগে তৈরি করে রাখা লাইটিং ব্লিস্টার সেগমেন্টে ক্রেনে পোস্টটি বসানোর পর স্ক্র দিয়ে আটকে দেওয়ার পরই উপস্থিত প্রকৌশলীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর পরীক্ষামূলক ও ৯ মার্চ পুরোদমে ল্যাম্পপোস্ট বসানো শুরু হয়েছিল। পদ্মা সেতুজুড়ে ল্যাম্পপোস্টের পাশাপাশি সড়ক পথের দুই লেনজুড়েই পিচঢালা পথ। সেতুর দুই পাশের প্যারাপেট ওয়ালের উপরেই বসেছে ল্যাম্পপোটগুলো। সেতু এখন মূল নকশার দারপ্রান্তে দাড়িয়ে। ১১ দশমিক দুই শূন্য মিটার দীর্ঘ ল্যাম্প পোস্ট থেকেই রাতের সেতুতে আলোর দ্যুতি ছড়াবে। সাড়ে ৩৭ মিটার দূরত্বে প্রতিটি ল্যাম্পপোস্ট বসানো হয়। ১৭৫ ওয়াটের এলইডি বাল্বগুলোর ওয়ারেন্টি রয়েছে ১০ বছরের। ২৭৫ কেজি ওজনের চীনা ল্যাম্পপোস্টগুলোর প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলা বাতাস সহ্য করার ক্ষমতা রয়েছে।

এদিকে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে অ্যালুমিনিয়ামের রেলিং বসানো শুরু হয়েছে। আর মূল সেতুর কার্পেটিং কাজও শেষপর্যায়ে। প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আন্তরিকভাবে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সেতু দেশের মানুষের চলাচলের জন্যে খুলে দেওয়া যায়। উল্লেখ্য যে, ৩২৮ টি ল্যাম্পপোস্ট বসছে সেতুর মূল অংশে।

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles