সর্বশেষ

26.4 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

সুনামগঞ্জে গঙ্গাস্নানে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

টপ নিউজ ডেস্কঃ বুধবার (৩০ মার্চ) সকালে সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে অতিরিক্ত ভিড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধের নাম সুশংকর দাস (৫০)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ফুকড়া ইউনিয়নের মৃত সুখলাল দাসের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৬টা ৬ মিনিট ৯ সেকেন্ড থেকে বেলা ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যাদুকাটা নদীর রাজারগাঁও স্থানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

সেইখানে লক্ষাধিক মানুষ জমায়েত হয়। সুশংকর দাস গতকাল তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে অদ্বৈত জন্মধাম পূণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন। গঙ্গাস্নান শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। নদীর পাড় থেকে মন্দিরের গেটে আসার সময় আকস্মিক মারা যান।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফতার বলেন, এক বৃদ্ধ অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles