সর্বশেষ

34.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

৮০ বছর পর আবারও জার্মান ট্যাঙ্কের মুখোমুখি আমরা: পুতিন

টপ নিউজ ডেস্কঃ নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের সাথে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে তুলনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ তুলনা দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টালিনগ্রাদের লড়াই সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে। তিনি ইউক্রেনে জার্মানির ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে দাবি করেন, ‘ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে।’শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদে বিবিসি এ তথ্য জানা যায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৮০ বছর আগে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্টালিনগ্রাদ শহরে সোভিয়েত সেনারা জার্মান নাৎসি সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন। সেই যুদ্ধে সোভিয়েত লাল ফৌজ অভাবনীয় বিজয় অর্জন করে। স্টালিনগ্রাদ যুদ্ধ এটি নামে পরিচিত।

ভলগোগ্রাদ হচ্ছে স্টালিনগ্রাদের বর্তমান নাম। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) উপস্থিত ছিলেন। তিনি বলেন, অবিশ্বাস্য হলেও এটা সত্য। রাশিয়াকে জার্মানির লেপার্ড ট্যাংকের মাধ্যমে আবারও হুমকি দেওয়া হচ্ছে। এদিকে ভাষণের একপর্যায়ে রাশিয়ার প্রেসিডেন্ট আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles