সর্বশেষ

42.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

৮ হাজার ৬০০ কিমি পথ পায়ে হেঁটে সেই শিহাব চত্তুর হজ করতে মক্কা পৌঁছেছেন

টপ নিউজ ডেস্ক: এক বছর আগে ভারতের কেরালার বাসিন্দা শিহাব চত্তুর পায়ে হেঁটে হজ করার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। শেষ পর্যন্ত সফল হয়েছেন  তিনি তার যাত্রায়। ৩৭০ দিনে ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পবিত্র মক্কায় পৌঁছায় তিনি। এ পথ পাড়ি দিতে তিনি অতিক্রম করেছেন পাকিস্তান,  ইরাক, ইরান, কুয়েত।

কেরালার মেলাপপুরাম জেলার বাসিন্দা শিহাব চত্তুর । ২০২২ সালের ২ জুন তিনি পায়ে হেঁটে মক্কায় যাওয়ার জন্য বের হন হজ করার উদ্দেশ্যে। শেষ পর্যন্ত মক্কায় পৌঁছতে সক্ষম হয়েছেন তিনি চলতি মাসে।

সৌদি আরবে প্রবেশের পর  মদিনা যান শিহাব। মক্কা থেকে মদিনা যাওয়ার পর  তিনি সেখানে ২১ দিন থাকার কথা জানিয়েছেন।

৪৪০ কিলোমিটার মক্কা থেকে মদিনার দূরত্ব । এ পথ তিনি পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন ৯ দিনে। চলতি মাসেই তিনি পালন করবেনপবিত্র হজ। এ মাসেই তার মা জয়নবও মক্কা যাবেন হজ পালনের উদ্দেশ্যে। মা ও ছেলে হজ পালন করবেন এক সঙ্গেই।

কেরাল থেকে মক্কা যাওয়ার সময় একটি ইউটিউব চ্যানেল চালু করেন তিনি। প্রতিদিন আপডেট তথ্য শেয়ার করতেন সেখানে তিনি।

পাকিস্তানে প্রবেশ করার জন্য তার কোনো ভিসা ছিল না, পাকিস্তান সীমান্ত পার হতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। ভিসা পাওয়ার জন্য তিনি দীর্ঘ ১ মাস অপেক্ষা করেন।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles