সর্বশেষ

45.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

আপিলের রায় : অধ্যাপক তাহের হত্যা মামলা

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। মঙ্গলবার (৫ এপ্রিল) আপিল বিভাগের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন সহযোগী অধ্যাপক ড. মিয়া মো. মহিউদ্দিন ও বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর। এছাড়াও বাকি দুই আসামি, নাজমুল আলম ও আব্দুস সালামের যাবজ্জীবনও বহাল রেখেছে আদালত।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি অধ্যাপক তাহেরের মরদেহ উদ্ধার করা হয়েছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে। এই ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ। এই মামলায় রাজশাহীর দ্রুতবিচার আদালত ৪ জনকে ফাঁসির আদেশ ও ২ জনকে বেকসুর খালাস দেন।

এরপর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং পাশাপাশি আসামিরা আপিল করেন। আপিলের শুনানি শেষে ৫ এপ্রিল রায়ের জন্য দিনধার্য করে আপিল বিভাগ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles