সর্বশেষ

31.5 C
Rajshahi
বুধবার, মে ১, ২০২৪

নির্বাচন নির্বাচনের গতিতেই হবে:ওবায়দুল কাদের

টপ নিউজ ডেস্কঃ দেশের নির্বাচনের ব্যাপারে বিদেশিদের কোনো নির্দেশনা আওয়ামী লীগ অনুসরণ করবে না বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিয়েছেন। তিনি জানান, নির্বাচন নির্বাচনের গতিতেই হবে, আগামী নির্বাচন হবে বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আলাপকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নির্বাচনের গতিতেই হবে। আগামী নির্বাচন হবে বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু । নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে।’

‘নির্বাচনকেন্দ্রিক কখনও বিদেশিদের কোনো নির্দেশনা আওয়ামী লীগ অনুসরণ করবে না’ বলে স্পষ্ট জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপি বিদেশিদের সাথে চুপিচুপি বৈঠক করে আর আওয়ামী লীগ জানান দিয়ে বৈঠক করে। নির্বাচনের জন্য অনেক পরিবর্তন হয়েছে, সেটা আওয়ামী লীগ সরকারের অবদানেই হয়েছে।’ কাদের বলেন, ‘পঁচাত্তরের পর আওয়ামী লীগ সরকারের আমলেই আইনের মাধ্যমে গঠন করা হয় স্বাধীন নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের ত্রুটিমুক্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, এর জন্য বর্তমান সরকার যা যা করণীয় তাই করবে। ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শান্তিপূর্ণভাবে হয়েছে।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles