সর্বশেষ

31.5 C
Rajshahi
বুধবার, মে ১, ২০২৪

ভোক্তা পর্যায়ে ২৪৪ টাকা সিলিন্ডার গ্যাসের দাম কমিয়েছে (বিইআরসি)

টপ নিউজ ডেক্স: দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২৪৪ টাকা কমিয়েছে । প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭৮ টাকা,  যা কার্যকর হবে আজ থেকে।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন নতুন এ মূল্য ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মূসকসহ  প্রতি কেজি মূল্য সমন্বয়ের কথা জানানো হয়েছে।

সমন্বয়কৃত এই মূল্য প্রযোজ্য ও কার্যকর হবে ২ এপ্রিল, ২০২৩ তারিখ সন্ধ্যা ৬টা থেকে এবং তা বলবৎ থাকবে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত। তবে সরকারি এলপিজির ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং Saudi CP’র, সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত থাকার কথাও বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন জানিয়েছেন ।

এর আগে মার্চ মাসে ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল বিইআরসি।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles