সর্বশেষ

31.9 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

ঘূর্ণিঝড়ের রাতে জন্ম, নাম রাখা হলো নবজাতকের ‘মোখা’

টপ নিউজ ডেক্স: কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে অন্তঃসত্ত্বা গৃহবধূ জয়নব বেগম (১৯) ঠাঁই নেন। রোববার ভোরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম হয় নবজাতকের, নাম রাখা হয়েছে ‘মোখা ।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার রাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ। আশ্রয়কেন্দ্রে আসার কয়েক ঘণ্টা পর শুরু হয় তার প্রসববেদনা। তাকে হাসপাতালে নেয়ার জন্য পাওয়া যাচ্ছিল না কোনো পরিবহন।

খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার গভীর রাতে আশ্রয়কেন্দ্রে গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পুলিশের গাড়িতে করে। সেখানেই ভোরে এক ছেলে সন্তানের জন্ম দেন জয়নব।

জয়নবের স্বামী মোহাম্মদ আরকান বলেন, আমার ছেলের ডাকনাম ঘূর্ণিঝড় মোখার নামানুসারে ‘মোখা’ রাখা হয়েছে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles