সর্বশেষ

33.4 C
Rajshahi
রবিবার, জুন ৪, ২০২৩

অভিনয়-দর্শন ডেইজির

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ বিবিসির মিনি সিরিজ ‘নরমাল পিপল’-এ অভিনয় করেন ডেইজি এগার-জোন্স। ২০১৬ সালে অভিনয় শুরু করলেও ২০২০ সালের ‘নরমাল পিপল’ দিয়েই খ্যাতি পান এই ব্রিটিশ অভিনেত্রী। কোভিডের কারণে বিশ্বজুড়ে চলা লকডাউনের কারণে তখন সিরিজটি দর্শক আগ্রহ নিয়ে দেখছিলেন। এ জন্য অনেক গণমাধ্যম তাঁকে ‘লকডাউন তারকা’ও আখ্যা দেয়।

‘নরমাল পিপল’ দিয়েই খ্যাতি পান । এই ব্রিটিশ অভিনেত্রী সিরিজে অভিনয়ের জন্য বাফটা ও গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর মনোনয়নও পান। এর পর থেকেই একের পর এক সিনেমা ও সিরিজের প্রস্তাব আসতে থাকে ডেইজির কাছে। সম্প্রতি তিনি আলোচনায় তাঁর নতুন ছবি ‘হয়ার দ্য ক্রড্যাডস সিং’ দিয়ে।

- - Advertisement - -

দিন কয়েক আগে অভিনেত্রী হাজির হয়েছিলেন চলতি বছরের লোকার্নো চলচ্চিত্র উৎসবে। সেখানে নতুন ছবি ও রাতারাতি পাওয়া তারকাখ্যাতি নিয়ে কথা বলেছেন তিনি। ভ্যারাইটিকে এগার-জোন্স বলেন, ‘এটা (তারকাখ্যাতি) মহামারির সময়ে ঘটে যাওয়া অদ্ভুত একটা ব্যাপার। যে ঘটনা চিরদিনের জন্য আমার সঙ্গে মিশে থাকবে। সত্যি বলতে, আমার জীবন বদলায়নি। এ বছর নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, জুমের বদলে সশরীর নিজের কাজগুলো নিয়ে প্রচারে নামতে পারছি।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page