সর্বশেষ

28.5 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

চলতি সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে

টপ নিউজ ডেস্কঃ গতকাল (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে সিলেটের শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। সিলেট অঞ্চলে তাপমাত্রা গত তিন দিন ধরেই ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। এই অঞ্চলসহ দেশের আরো কিছু জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে তাপমাত্রা সারা দেশে আরো কমতে পারে। ধীরে ধীরে দেশ এগোচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহের দিকে।

আবাহওয়া অফিস সূত্র জানায়, যখন কোনো অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তখন ধরা হয় সেই অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে। যখন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে, যখন ৬-৮ ডিগ্রিতে থাকলে তাকে বলে মাঝারি এবং ৬-এর নিচে নামলে ধরা হয় তীব্র শৈত্যপ্রবাহ। আর মাত্র ০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিলেটে কমলেই চলতি শীতে প্রথমবারের মতো মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে।

এদিকে শীতের তীব্রতা বেড়েছে রাজশাহীতেও। শীত নিবারণ করতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে সাধারণ মানুষকে। আবার রোগ-বালাই বাড়ছে শীতের কারণে। রামেক হাসপাতালেও বাড়ছে রোগীদের ভীড়।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীমম ইয়াজদানী বলেন, গত কয়েকদিন ধরেই বাড়ছে রোগীর চাপ। শীতের কারণে রোগীর এ চাপ বাড়ছে। হাসপাতালে রোগীরা আসছেন শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles