নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক সানশাইন প্রত্রিকার পরিচালনা পরষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন টপ নিউজ টুয়েন্টিফোর অনলাইন পোর্টালের দায়িত্বপ্রাপ্ত প্রধান সম্পাদক শিরাজী ফেরদৌস ইমন।

গত সোমবার (১৬ মে) সন্ধ্যায় দৈনিক সানশাইন -এর অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয় টপ নিউজ টুয়েন্টিফোর অনলাইন পোর্টাল ও সানশাইন পরিবার।
সাক্ষাতকালে দৈনিক সানশাইন-এর ব্যবস্থাপনা পরিচালক মো:ইউনুস আলী ও মহাব্যবস্থাপক নুরুল হক এর সাথে টপ নিউজের দায়িত্বপ্রাপ্ত প্রধান সম্পাদক শিরাজী ফেরদৌস ইমন বস্তু নিষ্ঠ সংবাদ সংগ্রহ, পরিবেশন ও প্রকাশসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। এ সময় উভয় কতৃপক্ষ গণমাধ্যমে কাজ করার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আলোচনা শেষে টপ নিউজ টুয়েন্টিফোর অনলাইন পোর্টালের সম্মানিত প্রকাশক ও গোদাগাড়ী-তানোর রাজশাহী এক আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে টপ নিউজ টুয়েন্টিফোর অনলাইন পোর্টালের প্রধান সম্পাদক শিরাজী ফেরদৌস ইমন সানশাইন পরিবার কে শুভেচ্ছা জানান এবংকিছু উপহার সামগ্রী প্রদান করেন।