রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই স্লোগানে সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে গত বুধবার সকাল ১১ টায় র্যালি, বেলুন উত্তোলন ও নতুন ভোটারদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এরপরে অনলাইনে নতুন নিবন্ধনকৃত ভোটারদের ভোটার তালিকায় নাম নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়।
জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, উপজেলা নির্বাচন অফিসার শেখ সরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি প্রমুখ।
