সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সড়কে গড়ে নিহতের সংখ্যা ১৭ জন

টপ নিউজ ডেস্কঃ ২০২১ সালে দেশে ৫ হাজার ৩৭১টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জন নিহত হয়েছে । সেই হিসাবে প্রতিদিন সড়কে নিহত হয়েছে গড়ে ১৭ জন । এই সময়ে এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৭ হাজার ৪৬৮ জন। এদের মধ্যে কর্মক্ষমতা হারিয়েছে ৮৪ শতাংশ ।

শুক্রবার (২১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ইনিশিয়েটিভস, সেবক ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্যোগে সড়ক নিরাপত্তাবিষয়ক সংলাপে তুলে ধরা হয় এসব তথ্য । সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সড়ক নিরাপত্তাবিষয়ক গবেষক কাজী আবুল আল আতাইয়া। কাজী আবুল আল আতাইয়া জানান, ২০২১ সালে ৫ হাজার ৩৭১টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জন মারা গেছে এবং এ সময় ৭ হাজার ৪৬৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮৪ শতাংশই হারিয়ে ফেলেছে কর্মক্ষমতা । আর গত ১০ বছরে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে ১০ জন মারা গেছে।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সামছুল হক বলেন, উন্নত দেশগুলোতে সড়ক দুর্ঘটনা দৈব হলেও আমাদের নিজেদেরই আমাদের দেশের দুর্ঘটনা তৈরি । এর জন্য সবচেয়ে বেশি দায়ী ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক ও অনিরাপদ সড়ক ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles