সর্বশেষ

26.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

৬ উইকেটে দিনাজপুরকে হারিয়ে ফাইনালে পঞ্চগড়

ক্রীড়া প্রতিনিধি: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নর্থজোনের রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল  খেলায় আজ বুধবার (৯ নভেম্বর) সফররত পঞ্চগড় জেলা ৬ উইকেটে দিনাজপুর জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।

টস জয়ী দিনাজপুর জেলা ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দিনাজপুরের পক্ষে সর্বোচ্চ হুমায়ুন কবীর ২৬ ও মারুফ হোসেন ২৭ রান করেন। পঞ্চগড় জেলার পক্ষে আরিফ রাইহান ১৮ রানে ৩টি ও  আবরার ইয়ামিন ১৪ রানে ৪টি উইকেট নেন।

পঞ্চগড় জেলা ১১৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে( ১১৫ রান) । পঞ্চগড়ের পক্ষে সর্বোচ্চ ফারদিন হাসান ৩৫, আরিফিন নুর অপরাজিত ৪৯ ও তানহা জাকির অপরাজিত ২০ রান করেন।

দিনাজপুর জেলার পক্ষে আ আমিন ৩৯ রানে ২টি উইকেট নেন। শুক্রবার (১১ নভেম্বর) ফাইনালে পঞ্চগড় জেলা ও পাবনা জেলা অংশ নেবে।

রাজশাহীবাসীসহ সংগঠক ও সকল প্রকারের ক্রীড়াবিদগনকে ফাইনাল খেলা উপভোগ করার জন্য রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী আমন্ত্রন জানিয়েছেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles