সর্বশেষ

27.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিশ্বকাপ ক্রিকেট : ফাইনালে পাকিস্তান

টপ নিউজ ডেস্কঃ পাকিস্তান সেমিফাইনালে পা রাখে অনেকটা ভাগ্যের সহায়তায়। দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে না হারলে সেমিফাইনালে ওঠার কোন সুযোগ ছিল না পাকিস্তানের। তবে কষ্ট করে সেমিফাইনালে ওঠা পাকিস্তান এবার প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো।

আজ বুধবার (৯ নভেম্বর) সিডনিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা ফাইনাল নিশ্চিত করে।

সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ১৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই বাবর ও রিজওয়ান ১০৫ রান তুলে। ৪২ বলে ৫৩ রান করে বাবর আজম বোল্টের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলেও রানের চাকা সচল রাখেন রিজওয়ান। অর্ধ-শতকের দেখা পান বিশ্বকাপে অফফর্মে থাকা রিজওয়ানও।

এর আগে সিডনিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড শুরুতেই উইকেট হারায়। দলীয় ৪ রানে পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফিন অ্যালেন। প্রথম উইকেট হারিয়ে শুরুতেই কমে যায় রানের গতি।

কেন উইলিয়ামসন ও কনওয়ে ব্যাট হাতে রান পেলেও তারা খুব দ্রুত রান তুলতে ব্যর্থ হয়। কিউই ব্যাটার মিচেলের ৩৫ বলে ৫৩ রানের পাশাপাশি ৪২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। এই ম্যাচে পাকিস্তানের আফ্রিদি দুইটি এবং নেওয়াজ এক উইকেট লাভ করেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles