সর্বশেষ

36.7 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আইপিএল খেলার অনুমতি না পাওয়ায় তাসকিনের আফসোস

টপ নিউজ ডেস্ক: তাসকিন আহমেদের একাধিকবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ এসেছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলেও এই পেসার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তিতে চুক্তি করেননি। একই কারণে শেষ মুহূর্তে সরিয়ে নিয়েছেন এবার আইপিএল নিলামে নাম দিয়েও। আইপিএলের মতো লিগে খেলতে না পারায় খানিকটা আফসোস আছে তাসকিনের।

যেকোনো ক্রিকেটারের জন্যই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারাটা আশার। আর্থিক দিক বিবেচনা করলে জাতীয় দলের চেয়েও বেশি আয়ের সু্যোগ থাকে এসব লিগে। তাসকিনের মতো একজন ক্রিকেটারের জন্য সেই সুযোগ হাতছাড়া করাটা আর্থিকভাবে ক্ষতিরই বটে।

আইপিএলে না খেলতে পারা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এ নিয়ে  সুযোগ এলো তিনবার,মিস হলো এবারও। খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। আইপিএল না শুধু, অফার আসে বিভিন্ন লিগ থেকেই।’

বাংলাদেশের তাসকিনেরও চোটের প্রবণতা আছে অন্যান্য পেসারের মতোই। তাছাড়া তার কাঁধেই বর্তমান বাংলাদেশের পেস বিভাগের মূল দায়িত্ব। তার জন্য চোট আর জাতীয় দলের খেলা সবমিলিয়ে আইপিএলের মতো দীর্ঘ সময়ের আসরে খেলাটা চ্যালেঞ্জিংই।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles