সর্বশেষ

26.4 C
Rajshahi
রবিবার, মে ১২, ২০২৪

আজ আন্তর্জাতিক বাঁহাতি দিবস

টপ নিউজ ডেস্কঃ আজ ১৩ আগস্ট (রবিবার) আন্তর্জাতিক বাঁহাতি দিবস। প্রতি বছরের ১৩ আগস্ট এ দিবসটি পালন করা হয়। দৈনন্দিন কাজে দেন, তাদের অধিকার রক্ষার জন্যই দিবসটি যারা বাঁহাতকে প্রাধান্য পালন করা হচ্ছে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, বাঁহাত দিয়ে কাজ করেন বিশ্বের অত্যন্ত ১০ শতাংশ মানুষ। ১৯৭৬ সালে প্রথম বাঁহাতিদের উৎসর্গ করে দ্য লেফট হ্যান্ডার্স ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ডিন আর ক্যাম্পবেল দিবসটি পালন করেন।

বাঁহাতিদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো এ দিবসটিতে আলোচনায় উঠে আসে। বাঁহাতিরা বেশি ব্যবহার করেন তাদের মগজের ডান পাশটি। যে কারণে তাদের আগ্রহ বেশি চারু শিল্পের প্রতি। বিজ্ঞানীদের দাবি বাঁহাতিরা বেশি স্মার্ট হয়।  পানির নিচে ডানহাতিদের চেয়ে বাঁহাতিরা বেশি দেখতে পান।

বিখ্যাত বাঁহাতিদের মধ্যে রয়েছেন– বারাক ওবামা, মার্ক জাকারবার্গ, বিল গেটস, লেডি গাগা, জুডি গারল্যান্ড, জুলিয়া রবার্টস, ওপেরাহ উইনফ্রে, হুপি গোল্ডবার্গ, মারিয়া কুরি, হেলেন কেলার, আলবার্ট আইনস্টাইন, লিউনার্দো দ্য ভিঞ্চি, অ্যারিস্টটল এবং শচীন টেন্ডুলকার।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles