সর্বশেষ

34.3 C
Rajshahi
রবিবার, মে ১৯, ২০২৪

হজ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব

টপ নিউজ ডেস্ক: চলতি এই বছরে  হজ আয়োজনে ব্যাপক কড়াকড়ি করছে সৌদি সরকার। তবে এবার হজ ভিসায় নতুন বিধান আরোপ করেছে দেশটির প্রশাসন।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুধু হজ ভিসা দিয়েই ২০২৪ সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া এবং তীর্থযাত্রীরা জেদ্দা, মদিনা এবং মক্কা শহরে ভ্রমণ করতে পারবে।

ঘোষণায় জোর দিয়ে জানানো হয়, তবে সৌদি আরবে কোনো কাজ করা, বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ ভিসা বৈধ নয়। এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি নাও পেতে পারেন। এমনকি তাকে দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যে সকল আন্তর্জাতিক দর্শনার্থী হজ পালন করতে চান তাদেরকে অবশ্যই হজ ভিসা নিতে হবে।

তবে এই হজ ভিসা শুধুমাত্র হজ মৌসুমের জন্যই বৈধ। নির্দিষ্ট এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালনসহ যেকোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নতুন বিধিতে।

সর্বশেষ, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন চালু করেছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles