সর্বশেষ

26.6 C
Rajshahi
বুধবার, মে ৮, ২০২৪

আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ আকাশ মেঘলা থাকতে পারে

টপ নিউজ ডেস্ক: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে- আজ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আরো জানানো হয়েছে যে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুঙ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুঙ্ক থাকতে পারে।

গত রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এরকম্‌ আবহাওয়া কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশের কুয়াশা ও আবহাওয়ার  কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles