সর্বশেষ

42.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আমরা চাই না কোনো মানুষ হোক উদ্বাস্তু:প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা থেকে বেরিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবাদমান পক্ষগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। যেকোনো যুদ্ধ কিংবা সংঘাত রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন ।

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সোমবার সকালে ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনারে এসব কথা বলেন তিনি ।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কিয়েভে এই যুদ্ধের সূচনা রুশ হামলার মধ্য দিয়ে ।

৯ মাস দীর্ঘ এই যুদ্ধে বিশ্ব অর্থনীতি ধাক্কা খেয়েছে। মূদ্রাস্ফীতি বেড়ে গেছে। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ এবং সংঘাতের ক্ষতিটা বুঝি। সে জন্য আমি বিশ্বনেতাদের আহ্বান জানাই, যুদ্ধ থামান দয়া করে রাশিয়া-ইউক্রেন ।

‘আমরা কোনো যুদ্ধ চাই না। আমরা চাই না কোনো মানুষ হোক উদ্বাস্তু । কারণ সব অভিজ্ঞতা আছে আমার।’

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতির অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রী স্মরণ করেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles