সর্বশেষ

37.2 C
Rajshahi
শনিবার, মে ১৮, ২০২৪

আসছে  আর্টসেলের ‘অতৃতীয়’

টপ নিউজ ডেস্কঃ আর্টসেল, বাংলাদেশের প্রথম সারির মিউজিক ব্যান্ডগুলোর ভেতর সবসময় তুঙ্গে আছে জনপ্রিয়তার। এখন পর্যন্ত ব্যান্ডটির রিলিজ পেয়েছে দুটি অ্যালবাম।

‘অন্য সময়’ নামে তাদের প্রথম অ্যালবাম রিলিজি হয় ২০০২ সালে। এখনও দারুণ দর্শকপ্রি যেটির গানগুলোয়। এরপর ২০০৬ সালে দ্বিতীয় অ্যালবাম ‘অনিকেত প্রান্তর’ রিলিজ হওয়ার এক বিপ্লব ঘটে যায় পর যেন। রেকর্ড সংখ্যাক বিক্রি হয় অ্যালবামটি। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি আর। জনপ্রিয়তার তু্ঙ্গে থেকে শত শত কনসার্ট দর্শকদের জন্য করেছেন।

তবে একটু হতাশই ছিল দর্শকরা। কারণ ‘অনিকেত প্রান্তর’ অ্যালবামের পর ১৬ বছর পার হলেও এখনও আসেনি নতুন কোনও অ্যালবাম। তবে এবার নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছে ব্যান্ডটি। তৃতীয় অ্যালবাম রিলিজ পাবে ২০২৩ সালের জানুয়ারি মাসে। আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন তথ্যটি নিশ্চিত করেছেন।

তৃতীয় অ্যালবামের নাম হবে ‘অতৃতীয়’। জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি মুক্তি পাবে আর্টসেলের অফিশিয়াল এবং জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles