সর্বশেষ

33 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

আবারো পরমাণু হামলার কথা বললেন পুতিন

টপ নিউজ ডেস্কঃ যুদ্ধে আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার যে নীতি গ্রহণ করেছিল রাশিয়া, তা থেকে সরে আসতে পারে দেশটি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চলতি সপ্তাহে একই আভাস দিলেন তিনি।

বিশ্বে পারমাণবিক যুদ্ধের ‘ক্রমবর্ধমান’ হুমকির বিষয়ে প্রেসিডেন্ট পুতিন সতর্ক করার কয়েক দিন পর এ কথা জানালেন। সিএনএনের খবর অনুসারে গতকাল শনিবার (১০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে পুতিন এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রণকৌশলে একতরফা পারমাণবিক হামলার বিষয়টি রয়েছে। নথিতে এটিকে একটি প্রতিরোধমূলক আঘাত বা ‘প্রি-এমপটি’ হামলা হিসেবে উল্লেখ করা আছে। আমাদের এটি নেই। অন্যদিকে আমরা আমাদের কৌশলে প্রতিশোধমূলক হামলার বিষয়টি রেখেছি।

এর আগে গত বুধবার পুতিন বলেছিলেন, কোনো অবস্থায় রাশিয়া এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না— তবে এ ধারণার অর্থ এটি নয় যখন মস্কো হামলার শিকার সম্মুখীন হবে তখনও এটি ব্যবহার করবে না।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles