সর্বশেষ

35.3 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

ঈদে যাত্রীর চাপ সামলাতে লঞ্চে ডাবল ট্রিপের ব্যবস্থা; নৌপ্রতিমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ ঈদ যাত্রায় লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী করা যাবে না পরিবহন , নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যাত্রীর চাপ সামলাতে লঞ্চে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ।

রোববার (২৪ এপ্রিল) ঢাকার সদরঘাট টার্মিনালে প্রতিমন্ত্রী এ কথা বলেন ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে ।

তিনি বলেন, লঞ্চে অনুমোদিত সংখ্যার চেয়ে নেওয়া যাবে না বেশি যাত্রী । অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ব্যবস্থা করা হবে লঞ্চে ডাবল ট্রিপের । সময়মতো ছেড়ে যাবে লঞ্চ । বিআইডব্লিউটিএ, নৌপুলিশ, কোস্ট গার্ড, আইনশৃঙ্খলা বাহিনীসহ যারা কাজ করছেন, তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছেন না, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি ভাবছেন সবাই।

ঝুঁকি নিয়ে লঞ্চে ভ্রমণ না করতে যাত্রীদের প্রতি প্রতিমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, ঝুঁকি নেওয়ার চেয়ে জীবন অনেক মূল্যবান।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন নৌ সেক্টরের উন্নয়নে । ২০২৫-২৬ সালে আরও নিরাপত্তার সঙ্গে করতে পারবো যাত্রী পারাপার ।’

খালিদ মাহমুদ বলেন, ঈদ সামনে রেখে যাত্রীদের কাছে অধিক মাসুল ও অতিরিক্ত অর্থ আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে আইনানুগ ।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে দুষ্টুচক্র সক্রিয় ঈদকে ঘিরে ।

নৌপ্রতিমন্ত্রী আহ্বান জানান , তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার ।

সম্পাদনায়ঃপূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles