সর্বশেষ

31.5 C
Rajshahi
বুধবার, মে ৮, ২০২৪

এএফসি মোটা অংকের টাকা দিচ্ছে বাফুফেকে

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রায় ৮০ লাখ টাকা পেতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে। এএফসি এই অর্থ দিচ্ছে বাফুফে ভবন সংস্কার ও শোভাবর্ধনের কাজের জন্য।

এই অর্থ বাফুফের হাতে ২০২৩ সালের জুন মাস নাগাদ এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

রোববার (১৩ নভেম্বর) দেশের ফুটবলে নতুন মৌসুম শুরু হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিস একাডেমির ম্যাচ দিয়ে। আসন্ন মৌসুমগুলোতে আগের থেকে বাড়ছে দলের সংখ্যা। এর সঙ্গে বাড়বে ম্যাচ সংখ্যা এবং টুর্নামেন্ট। যাতে করে দেশের ফুটবলের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে বাড়ছে একাডেমি ও ফুটবলারদের সংখ্যা চলতি মৌসুম থেকেই।

সবকিছু বৃদ্ধি পাওয়ার কারণে কোচিং স্টাফ আর সাপোর্টিং বিভাগকেও বাড়াতে হবে লোকবল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিকে। যার জন্য অর্থের আবেদন করে এএফসির কাছে বাফুফে। ইতিমধ্যে প্রায় ৮০ লাখ টাকার সেই আবেদন অনুমোদনও দিয়েছে এশিয়ান ফুটবল কাউন্সিলও। এই অর্থ বাফুফের হাতে পৌঁছাবে ২০২৩ সালের জুন মাসের মধ্যেই বলে জানায় এশিয়ার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এএফসি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles