সর্বশেষ

38.4 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

ওপেনএআইয়ের চাকরি খোয়ানো সিইও স্যাম যোগ দিচ্ছেন মাইক্রোসফটে

টপ নিউজ ডেস্ক: স্যাম অল্টম্যান চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের চাকরি খোয়ানো প্রধান নির্বাহী কর্মকর্তা এখন যোগ দিচ্ছেন মাইক্রোসফটে। তাঁর সঙ্গে ওপেনএআইয়ের সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানও কাজ করবেন। এক বিবৃতিতে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে ওপেনএআই এমেট শেয়েরকে নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। মার্কিন টিভি সম্প্রচারমাধ্যম টুইসের সাবেক প্রধান তিনি।

বিবৃতিতে সত্য নাদেলা বলেন, ‘স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যান মাইক্রোসফটে যোগ দিতে যাচ্ছেন—আমি এ কথা জানাতে পেরে ভীষণ আনন্দিত। তাঁরা নেতৃত্ব দেবেন মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি আধুনিক গবেষণা দলের।’

এছাড়া তিনি আরও বলেন, সাফল্য পাওয়ার জন্য তাঁদের যা প্রয়োজন,দ্রুত তা সরবারহ করা হবে মাইক্রোসফটের পক্ষ থেকে।

গতকাল রোববার স্যাম ও গ্রেগ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় ওপেরএআইয়ের সদর দপ্তরে যান। সেখানে তাঁরা যান প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন সিইও মিরা মুরাতি আমন্ত্রণে। তাঁরা ওপেনএআইয়ে ফিরছেন গুঞ্জন ছড়ায়।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles