সর্বশেষ

26.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

কবি মোহাম্মদ রফিক আর নেই

টপ নিউজ ডেস্ক: কবি মোহাম্মদ রফিক আর নেই।  রোববার (৬ আগস্ট) উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। বিষয়টি নিশ্চিত করেন কবির চাচাতো ভাই মো. শিবলী হাওলাদার।

পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলীতে অবস্থানকালে রোববার সকালে কবি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন প্রথমে তাকে বাগেরহাট এবং পরে বরিশাল নেওয়া হয়। বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষার পর হার্টের সমস্যাসহ বেশি কিছু শারীরিক জটিলতা ধরা পড়লে পরামর্শ দেন তাকে ঢাকা নেওয়ার। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকা রওনা হওয়ার পর পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

কবি মোহাম্মদ রফিক বিখ্যাত হয়ে আছেন ষাটের দশকে ছাত্র আন্দোলন ও কবিতায়, একাত্তরে মুক্তিযুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ যুগিয়ে।

১৯৪৩ সালের ২৩ অক্টোবর কবি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ রফিক বাবা সামছুদ্দীন আহমদ এবং মা রেশাতুন নাহারের আট সন্তানের মধ্যে সবার বড়। বাগেরহাটে মোহাম্মদ রফিকের শৈশব কাটে।

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles