সর্বশেষ

26.7 C
Rajshahi
সোমবার, মে ১৩, ২০২৪

কেন্দ্র ঘুরে ঘুরে ভোট দেখব : বিদে‌শি পর্যবেক্ষক

টপ নিউজ ডেস্ক: ইউরোপিয়ান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম যুক্তরাজ্য কমিউনিকেশনের ডিরেক্টর ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন ব‌লে‌ন, বাংলা‌দে‌শে নির্বাচন দেখ‌তে এসেছি। সারা‌দিন বি‌ভিন্ন ভোটকেন্দ্র ঘু‌রে ঘু‌রে ভোট দেখব আজ।

আজ রোববার সরকা‌রি তিতুমীর ক‌লেজ কেন্দ্রে ভোট পর্য‌বেক্ষণ করেতে এ‌সে সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন বি‌দে‌শি এই পর্য‌বেক্ষক।

ক্রিস্টোফার সাংবা‌দিক‌দের ব‌লেন, এটাই আমার প্রথম পর্য‌বেক্ষণ কেন্দ্র।আজ সারা‌দিন বি‌ভিন্ন কে‌ন্দ্রে ঘু‌রে ঘু‌রে ভোট পর্য‌বেক্ষণ করব। সারা‌দিন একটা ব্যস্ত সময় যা‌বে। এখা‌নে এ‌সে স্বল্প সংখ্যক ভোটার দে‌খে‌ছি।

বি‌দে‌শি এই পর্য‌বেক্ষক জানান, এখা‌নে ভোটা‌রদের ভোটকে‌ন্দ্রে আসা দে‌খে‌ছি। ভোটার‌দের ভোট দি‌তে যাওয়া পর্যন্ত দেখছি। ভোটের পদ্ধ‌তি দে‌খে আমার  ভা‌লো ম‌নে হ‌য়ে‌ছে।

বি‌দে‌শি এই পর্য‌বেক্ষকদের এ দ‌লে ক্রিস্টোফার ছাড়াও ছি‌লেন যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার বার্টন গ্রে, জাপানের ইওশিহিরো আইড প্রমুখ।

আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র পরিদর্শন করছে বিদেশি পর্যবেক্ষক দল। নির্বাচনী পরিবেশ ভালো মনে হলেও ভোটার উপস্থিতি খুবই কম মনে হয়েছে পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শনে থাকা স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে এ কথা বলেন।

সম্পাদনায়: মো: আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles