সর্বশেষ

36.7 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

খুব শিগগিরই বিদেশি রোগীরা আসবে বাংলাদেশে চিকিৎসা নিতে: স্বাস্থ্যমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন,  বিশ্বের কোনো দেশের তুলনায় কম নয় বাংলাদেশের চিকিৎসকদের মান। চিকিৎসকরা সেটি তুলে ধরতে পারেন না শুধু সুযোগের অভাবে। বিদেশ থেকে খুব শিগগিরই দলে দলে মানুষ বাংলাদেশে আসবে চিকিৎসা নিতে।

শনিবার সকালে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভুটান থেকে চিকিৎসা নিতে আসা রোগী কারমা দেমার সফল অপারেশন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।ডা. সামন্ত লাল সেন বলেন, নাকে ক্যান্সার আক্রান্ত হয়ে ভুটানের ২৩ বছর বয়সী মেয়ে কারমা দেমার সফল চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকরা প্রমাণ করে দিয়েছে বিদেশিদের উপযুক্ত চিকিৎসা সেবা দেবার বাংলাদেশের আছে সক্ষমতা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ বিদেশে নিয়মিতই চিকিৎসা নিতে যাচ্ছেন। কেউ কেউ নিঃস্ব হয়ে যাচ্ছেন অনেক টাকা খরচ করে। অথচ আমরা আজ ভুটান থেকে চিকিৎসা নিতে আসা কারমা দেমার নামের যে রোগীকে চিকিৎসা করালাম, রোগী স্বাভাবিক অবস্থায় চলে এসেছে সফলভাবে চিকিৎসা নিয়ে। ভারত ও অন্যান্য অনেক দেশ থেকে বলে দিয়েছিল তার এই চিকিৎসা সম্ভব নয়। অথচ আমরা সক্ষম হলাম বাংলাদেশ থেকে তার চিকিৎসা সফলভাবে সম্পন্ন করতে। রোগী এখন সুস্থ অবস্থায়  ভুটান চলে যেতে পারবেন।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles