সর্বশেষ

36.4 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তিন ট্রেনের শিডিউল বাতিল

টপ নিউজ ডেস্ক: গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের মধ্যবর্তী বন খড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটোনার জন্য এ পথে চলাচলকারী ট্রেনগুলো বিকল্পে পথে চলাচল করছে। এছাড়া প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে চলা তিনটি ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল হয়েছে ।

১৩ ডিসেম্বর সকাল সোয়া ১০টায় এমন তথ্য জানান রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মোশারেফ হোসেন ভূঁইয়া।

মোশারেফ হোসেন ভূঁইয়া জানান, গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা গ্যাস দিয়ে রেললাইন কেটে ফেলায় ঢাকাগামী মোহনগঞ্জ কমিউটার ট্রেন ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পরে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এর জন্য ঢাকা থেকে ময়মসিংহে চলাচলকারী ট্রেনগুলোকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে চলাচল করছে। ইতোমধ্যে ঢাকা থেকে তিস্তা এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছাড়া হলেও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে ভোরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশন এলাকায় এসে থেমে থাকে । পরে কাওরাইদ স্টেশন থেকে যমুনা এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে ময়মনসিংহ স্টেশনে নেওয়া যওয়া হয়।

সম্পাদনায়: মো: আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles