সর্বশেষ

23.9 C
Rajshahi
সোমবার, মে ৬, ২০২৪

চালের পর চড়ছে আটা-ময়দার দাম, থেমে নেই ব্রয়লার মুরগীর দাম

টপ নিউজ ডেস্ক : বেশ কয়েক মাস থেকে চালের দাম বাড়তি। ভোক্তা যখন চাল কিনতে কঠিন সময় পার করছেন, ঠিক তখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই আটা-ময়দার বাজার। গত এক মাসের ব্যবধানে আটার দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা আর ময়দার বেড়েছে ৫ টাকা।

রাজধানীর খুচরা বাজারে আজ শুক্রবার প্রতি কেজি খোলা আটা বিক্রি হয় ৫০ থেকে ৫২ টাকা ।  প্যাকেট আটার মূল্য কেজি ৬০ থেকে ৬৫ টাকা। এছাড়া খোলা ময়দার কেজি ৬৫ থেকে ৭০ । অন্যদিকে  প্যাকেটজাত ময়দার মূল্য কেজিতে ৭০ থেকে ৭৫ টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে। এক মাস আগে খোলা আটার কেজি ৪৫ থেকে ৪৮ এবং প্যাকেট আটা ৫৫ থেকে ৬০ টাকা ছিল। অন্যদিকে খোলা ময়দার কেজি ৬০ থেকে ৭০ এবং প্যাকেট ময়দা ৬৫ থেকে ৭৫ টাকায় কেনা যেতো।

দ্রব্যমুল্যের দাম বাড়ার এমন চিত্র খোদ সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনেও দেখা গেছে। টিসিবি বলছে, গত এক মাসের ব্যবধানে আটা ও ময়দার দাম বেড়েছে গড়ে প্রায় ৪ শতাংশ।

ভরা মৌসুমে গত জানুয়ারি থেকে বাড়তে শুরু করে চালের দাম। তবে দাম কমাতে খাদ্য মন্ত্রণালয় প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় অভিযান পরিচালনা করছে। কোথাও কোথাও অবৈধ মজুতের অপরাধে খাদ্যগুদাম সিলগালা ও জরিমানার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। তবুও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। চালের পর এখন দ্বিতীয় খাদ্যশস্য আটা-ময়দার বাজারও ঊর্ধ্বমুখি। কয়েক মাস ধরেই একের পর এক নিত্যপণ্যের দর বাড়ার কারণে মানুষের খরচের পরিমাণও বেড়েছে।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles