সর্বশেষ

27.9 C
Rajshahi
সোমবার, মে ৬, ২০২৪

চায়ের দামে কাঁচা মরিচ

টপ নিউজ ডেস্কঃ বগুড়ার পাইকারি বাজার মহাস্থান হাটে কাঁচা মরিচের দামে ধস নেমেছে হঠাৎ করে । এ বাজারে মাঝারি মানের প্রতি কেজি কাঁচা মরিচ গতকাল বুধবার ১০ টাকায় বিক্রি হয়েছে । এক মাস আগেও এই দাম ২৪০ টাকা ছিল । আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় হঠাৎ করে সরবরাহ বেড়ে যাওয়ায় এ ধস নেমেছে কাঁচা মরিচের দামে । বগুড়ার মহাস্থান হাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচসহ নানা ধরনের সবজি করা হয় সরবরাহ ।

অসময়ের কাঁচা আমের দাম ৪০০-৪৫০ টাকা প্রতি কেজি । টেকনাফের হাটবাজারে কাঁচা আম অসময়ে এসেছে ।
চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ, এ বাবদ খরচ হয় আরও এক টাকা। ফলে প্রতি কেজি মরিচ বিক্রি করে চাষিরা ছয় টাকা পাচ্ছেন , যা এক কাপ চায়ের দামের সমান। বগুড়ায় এক কাপ চা ৬ থেকে ১০ টাকায় বিক্রি হয় ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles