সর্বশেষ

26.1 C
Rajshahi
বুধবার, মে ৮, ২০২৪

জাপানি রাষ্ট্রদূত গাইলেন ‘সাদা সাদা কালা কালা’

টপ নিউজ ডেস্কঃ গত ২৯ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হাওয়া’ সিনেমা। আলোড়ন ফেলে মুক্তির আগে প্রকাশিত ট্রেলার হলে। এরপর দর্শকদের উন্মাদনা আরও কয়েকগুণ বেড়ে যায় ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গান প্রকাশ হলে। যা নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

সিনেমাটি মুক্তির চার মাস অতিক্রম করলেও ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটির এখনো রেশ কাটেনি। গ্রাম কিংবা শহর, গানটি শ্রোতাদের মুখে মুখে শুনতে পাওয়া যায় যেকোনো জায়গায়। এতটাই আলোড়ন সৃষ্টি করেছে গানটি যে, গানটি শোনা গেল বাংলাদেশ থেকে সদ্য বিদায়ী জাপানি রাষ্ট্রদূতের কণ্ঠেও।

সম্প্রতি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বিদায় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিদের ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি গেয়ে শোনান তিনি। ভাঙা ভাঙা বাংলা ভাষায় জাপানি রাষ্ট্রদূতের কণ্ঠে এ গান ও রাষ্ট্রদূতের বাচনভঙ্গিতে মুগ্ধতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

এছাড়া গানটির ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তা সাদরো গ্রহণ করে নিয়েছে। এমনকি অনেকে গানটির পরিবেশনার ভূয়সী প্রশংসাও করেছেন।

উল্লেখ্য, এখনো প্রেক্ষাগৃহে চলছে ‘সাদা সাদা কালা কালা’ গানে হিট তকমা পাওয়া ‘হাওয়া’ সিনেমা। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মন্ডল, নাজিফা তুষি প্রমুখ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles