সর্বশেষ

33.4 C
Rajshahi
শুক্রবার, মে ১০, ২০২৪

টেস্টে নতুন মুখ শাহাদাত হোসেন দিপু

টপ নিউজ ডেস্ক: সব টেস্ট খেলুরে দেশে টেস্ট ক্রিকেটে অভিষেক বেশ ঘটা করেই দেখা দেখা হয়। টেস্টের বিশেষ ক্যাপের জন্য রীতিমত সংগ্রাম করতে হয় ক্রিকেটারদের।তবে বাংলাদেশে বিষয়টা একটু ভিন্ন। ঘনঘন টেস্টে অভিষেক  করানোর বেলায় বাংলাদেশের জুড়ি মেলা ভার। বাংলাদেশের ১২৮তম টেস্টেই শততম টেস্ট ক্রিকেটার পেয়ে গিয়েছিল টাইগাররা। আজ ১৩৯তম টেস্টে  দেখা গেল ১০২তম টেস্ট ক্রিকেটারের।

আজ সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১ম টেস্টে জাতীয় দলের ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় শাহাদাত হোসেন দিপুর। দেশের অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক দিপুকে বিশেষ টেস্ট ক্যাপ  পরিয়ে দেই ।

এমন অভিষেক আকস্মিক না। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে  প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে প্রমান করেছেন দিপু । ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বড় রান করেছেন মিডল অর্ডারের এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে দিপু রান করেছেন প্রায় ৩৭ গড়ে। খেলেছেন সর্বোচ্চ ১৫৯ রানের ইনিংস। নির্বাচক আর ক্রিকেট সংশ্লিষ্টদের বক্তব্য, বড় ইনিংস খেলার সামর্থ্য আছে এই ব্যাটারের।

দেশিয় কোচদের অনেকেই দিপুর ব্যাটিং টেকনিকও নিয়ে আশাবাদী। এমনকি তার ব্যাটিং দেখে মুগ্ধতা ঝরেছিল লিটন দাসের মাঝেও। গতবছর বিসিএলে সেঞ্চুরি করার পর দিপুকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন লিটন। সেই লিটনের জায়গাতেই এবার খেলতে হচ্ছে দিপুকে। সাদা বলে বিশ্বকাপ জিতে আসা দিপু লাল বলে কেমন করেন, সেটাই দেখার অপেক্ষা।

সম্পাদনায়: মো: আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles