সর্বশেষ

34.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

তানোরে পুলিশের সাঁড়াশি অভিযানে চোরাই স্বর্ণসহ আটক ৩

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানার চৌকস পুলিশ টিম সাঁড়াশি অভিযান চালিয়ে চুরি যাওয়া ৬ ভরি স্বর্ণ ও কাঁসার থালা-বাটি উদ্ধার করেছে। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছেন।

আটককৃতরা হলেন তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর মহল্লার মাদক কারবারি পীর সাহেব (৫৫), নাজমুল ইসলাম (২৭) ও আজাহার আলী (৪০)। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তানোর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী সার্কেল সোহেল রানার নেতৃত্বে ও তানোর থানার  অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিমের বিশেষ অভিযানে ৬ ভরি স্বর্ণ অলংকার ও ছয় কেজি কাঁসার থালা-বাটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন,গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন,চোর সিন্ডিকেটসহ মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। তানোরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles