সর্বশেষ

25.5 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

টপ নিউজ ডেস্ক: সারা দেশের ন্যায় রাজশাহী তানোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট)  সকাল সারে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং শোক র‍্যালী বের হয়ে

উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু সহ সকল শহীদদের মাগফিরাত কামনাই দোয়া করা হয়।

শোক দিবসের আয়োজনে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেল্লাল হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) আদিবা সিফাত। তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর। মহিলা ভাইস চেয়ারম্যান সনিয়া সরদার সহ রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মী,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্ত,বিভিন্ন স্কুল কলেজ ও সামাজিক সংগঠন গুলো শোক সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া, তানোর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণদের সাথে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মতবিনিময় ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পাশাপাশি তানোর পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের মাগফিরাত কামনাই দোয়া করা হয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles