সর্বশেষ

42.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েছে ১০ হাজার

টপ নিউজ ডেস্কঃ ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রায় ১০ হাজার হয়েছে নিহতের সংখ্যা। শুধু তুরস্কেই মৃত্যু হয়েছে সাত হাজার ১০৮ জনের । আর সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে দুই হাজার ৫০৩ জন মারা গেছে।

দুই দেশ মিলে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে ৯ হাজার ৬০০ জন । তুরস্ক ও সিরিয়ার সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা জানিয়েছে। তবে মৃতের সংখ্যা আশঙ্কা করা হচ্ছে আরও অনেক বাড়বে বলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’-এর কর্মকর্তারা আভাস দিয়েছেন নিহত মানুষের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ আফাদ জানিয়েছে, কমপক্ষে ২,৮৩৪টি ভবন ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজিয়ান্তেপ শহর। ভূমিকম্পের পরে শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।

সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে আঘাত হানে এই ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প । বেশিরভাগ মানুষ তখন আচ্ছন্ন গভীর ঘুমে। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। মোমের মতো ধসে পড়েছে একাধিক ভবন। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। মিসর, লেবানন ও সাইপ্রাস থেকেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে বিভিন্ন অঞ্চলে প্রায় ৬,০০০ ভবন ধসে পড়েছে বলে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জানান। সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদ তার সর্বশেষ আপডেটে জানিয়েছে, ২৪,৪০০ জনেরও বেশি জরুরি কর্মীকে মোতায়েন করা হয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ।

তবে শঙ্কা হচ্ছে, এই শীত মৌসুমে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে বাধাগ্রস্ত হতে পারে উদ্ধার অভিযান ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles