সর্বশেষ

29.7 C
Rajshahi
সোমবার, মে ৬, ২০২৪

রাজশাহীতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

টপ নিউজ ডেস্কঃ রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এবারের এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। প্রাপ্তির দিক দিয়ে গতবারের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ কম। গত বছর এ বোর্ডে ৯৭ দশমিক ২৯ শতাংশ ছিল পাসের হার।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।

তিনি বলেন, এ বছর ৩১ কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নয়টি। এবার এক লাখ ২৯ হাজার ৪২৩ জন পাস করেছে। ছাত্রদের চেয়ে পাসের হারে এগিয়ে ছাত্রীরা। তবে ছাত্ররা এগিয়ে আছে জিপিএ-৫ প্রাপ্তিতে।

এইচএসসি পরীক্ষা শুরু হয় গত বছরের ৬ নভেম্বর থেকে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ১ লাখ ২৯ হাজার ২৫ জন পরীক্ষার্থী ছিল।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles