সর্বশেষ

28.5 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

দেড় লাখ টন চিনি-পেঁয়াজ চেয়েছে বাংলাদেশ, ৩০ হাজার টন দিতে চায় ভারত

টপ নিউজ ডেস্ক: রমজান মাসের  আগে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১ লাখ মেট্রিক টন চিনি পাঠানোর জন্য দিল্লিকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। কিন্তু ভারত ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১০ হাজার মেট্রিক টন চিনি রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে।

দিল্লি সফর শেষে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, আমরা অনেক ভোগ্যপণ্যের জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের ওপর নির্ভরশীল। বিশেষ করে, পেঁয়াজ, চিনি, ডাল এবং মসলা জাতীয় আরো অনেক কিছু পণ্য। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।হাছান মাহমুদ বলেন, আমি উনাকে  বলেছি, এসব ভোগ্য পণ্যে যেন বিশেষ কোটা নির্ধারণ করে দেওয়া হয়। এতে  আমরা তাদের থেকে এসব সঠিক মূল্যে এবং আমাদের প্রয়োজনে ইমপোর্ট করতে পারি। কমপক্ষে এটুকু সুযোগ সুবিধা যেন তাদের থেকে নিতে পারি।

তিনি আরো জানান, রমজানের আগে তারা ইতোমধ্যে আমাদের দেশে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজসহ ১০ হাজার মেট্রিক টন চিনি রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে। সেটাকে বর্ধিত করে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ১ লাখ মেট্রিক টন চিনিতে উন্নীত করার কথা বলেছি।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles