সর্বশেষ

43.8 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

টপ নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে পাবনার সাঁথিয়ায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। রোববার সকালে সাঁথিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সাঁথিয়া ও বেড়া উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজনে।

মানববন্ধনে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রায় এক যুগেও ব্যর্থ হচ্ছেন মামলার তদন্তে। দ্রুত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরুর জন্য বক্তারা দাবি জানান।

প্রসঙ্গত, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি খুন হন। এরপর এক যুগ পেরিয়ে গেছে। কিন্তু তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতিই নেই। এক যুগে স্বরাষ্ট্রমন্ত্রী তিনবার পরিবর্তন হয়েছে। এই সময়ে একাধিক সংস্থার হাত বদলে আদালত থেকে তদন্ত কর্মকর্তারা ১০৫ বার সময় নিয়েছেন। কিন্তু প্রতিবেদন দাখিল হয়নি। যদিও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মাত্র ৪৮ ঘণ্টায় তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কোনো তদন্তকারী সংস্থাই সেই ৪৮ ঘণ্টার হিসেব মেলাতে পারেনি।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles