সর্বশেষ

35.5 C
Rajshahi
মঙ্গলবার, মে ৭, ২০২৪

নতুন করে আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশের সীমান্ত আইন লঙ্ঘনে কড়া প্রতিবাদ করা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে। ইতোঃমধ্যে অবলোকন করা হচ্ছে মিয়ানমারের উত্তপ্ত পরিস্থিতি গভীরভাবে। বাংলাদেশে নতুন করে আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না। বিজিবি এ জন্য সতর্ক রয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এসব কথা বলেন কক্সবাজারে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। হিউম্যান রিলিফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থা দেশের উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে বিভিন্ন প্রকল্পের এখনো অনেক কাজ বাকি। আগামী জাতীয় নির্বাচনে পাশে থাকবেন আওয়ামী লীগের। উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবেন নৌকায় ভোট দিয়ে।

পরে  হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে কক্সবাজারের ৮টি উপজেলায় ৩৪৫টি সেমি নির্মাণ করা পাকা ঘরের চাবি তুলে দেওয়া হতদরিদ্র পরিবারের মাঝে। পরিবারগুলোর মাঝে ঘরের চাবি পেয়ে আনন্দ ছড়িয়ে পড়ে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles