সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

নতুন দলগুলোর আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু নির্বাচন কমিশনের

টপ নিউজ ডেস্কঃ নিবন্ধন চাওয়া নতুন দলগুলোর আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করেছে । নিবন্ধন বিধিমালা অনুযায়ী, যেকোনো দলের আবেদনে অন্তত পূরণ করতে হয় ৯ ধরনের তথ্য এবং সেইসঙ্গে দিতেই হবে ১০ ধরনের দলিলপত্রের সংযুক্তি ।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে নিবন্ধিত রয়েছে ইসির অধীনে ৩৯টি দল । এর সঙ্গে সব প্রক্রিয়া উতরাতে পারলে নতুন কোনো দল যুক্ত হবে ।

নিবন্ধন পেতে আগ্রহী ৯৩টি আবেদনের মধ্যে শেষ পর্যন্ত কোনো দল টিকবে কিনা জানা যাবে এপ্রিল-মে মাসের মধ্যে।

কর্মকর্তারা আরও জানান, টাকা জমা দেয়নি নতুন নিবন্ধন চাওয়া কোন কোন দল চালানের, কোনটির কেন্দ্রীয় কমিটির নাম-পদবী দিয়ে সঙ্গতি নেই পূর্ণাঙ্গ তালিকায় , কোনো দলের গঠনতন্ত্র নেই, কোনো দলের নিবন্ধনের দালিলিক প্রমাণ নেই ন্যূনতম শর্ত পূরণের কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্রেরও ঘাটতি রয়েছে ।

আবার প্রাথমিকভাবে যেসব দলের তথ্য আবেদনে রয়েছে তা সঠিক কিনা তা বাছাইয়ের কাজ চলছে বলে তিনি জানান ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles