সর্বশেষ

36.4 C
Rajshahi
বুধবার, মে ১, ২০২৪

পর্যটকরা বছরের শেষ সূর্যাস্ত দেখলেন কক্সবাজার সৈকতে

টপ নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক ও স্থানীয়রা বছরের শেষ সূর্যাস্ত দেখলেন। পুরোনো সূর্যকে বিদায় জানাতে নতুনের আহ্বানে উত্তাল সমুদ্র সৈকতে হাজারো মানুষ সমবেত হয়। বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করেন। আজ রোববার বিকেলে লাল সূর্য যখন সমুদ্রের বুকে ধীরে ধীরে অস্তমিত হচ্ছিল, তখন সবাই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। হাত নেড়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানান।

বিকেলে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ঘুরে দেখা গেছে, সমুদ্রে সৈকতে স্নান ও আনন্দ-পর্যটকরা উচ্ছ্বাসে মেতেছেন।  টায়ার টিউবে গা ভাসাচ্ছেন কেউ,  জেটস্কি নিয়ে সাগর দাপিয়ে বেড়াচ্ছেন কেউ, কেউবা আবার সৈকতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঘোড়া ও বিচ বাইকে উঠে।

দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও টেকনাফ সৈকতে ঘুরছেন অনেকে মেরিন ড্রাইভ ধরে। এছাড়া কেউ কেউ ঘুরছেন সেন্টমার্টিন, মহেশখালীর আদিনাথ মন্দির, রামু বৌদ্ধপল্লী, চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

ট্যুরিস্ট পুলিশ বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে কক্সবাজার ঢাকা রয়েছে। বিচে কাজ করবে ২৫টি টিম। নিষেধাজ্ঞা অমান্য করলে  নেওয়া হবে ব্যবস্থা।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles