সর্বশেষ

31.6 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

গাজায় ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলি সেনারা

টপ নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ করতে যাওয়া ইসরায়েলি সেনারা ভয়াবহ পরজীবী সংক্রামক আক্রান্ত হচ্ছেন লিশম্যানিয়ায় রোগ। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, এই সন্দেহজনক সংক্রমণের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে কয়েক ডজন সেনাকে।

লিশম্যানিয়া ছোট বেলেমাছির মাধ্যমে ছড়ায় সংক্রামক রোগটি। এই মশা শরীরের যেখানে কামড়ায়  যন্ত্রণাদায়ক ও প্রদাহজনক ক্ষতের সৃষ্টি হয় সেখানে। সেই ক্ষত সহজে ভালো হয় না এবং কয়েক সপ্তাহ স্থায়ী থাকে। সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে যদি চিকিৎসা না দেওয়া হয় তাহলে ক্ষতের সৃষ্টি হয়  এবং সেখানে স্থায়ী দাগ তৈরি হয়।

এটি দ্বিতীয় প্রাণঘাতী রোগ পরজীবী-ঘটিত রোগগুলোর মধ্যে। এর স্থান ম্যালেরিয়ার পরই।  পৃথিবীতে প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয় ভিসেরাল লিশম্যানিয়াসিসে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles