সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর উদ্বোধন রাজশাহীতে

টপ নিউজ ডেস্কঃ উদ্বোধন করা হয়েছে ‘রাজশাহী পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর’ । মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশ লাইন্সে ফিতা কেটে উদ্বোধন করেন এ জাদুঘর স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। পরে তিনি জাদুঘর ঘুরে দেখেন এবং সাক্ষর করেন পরিদর্শন বইয়ে ।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় রাজশাহী অঞ্চলে শহীদ হয়েছেন শতাধিক পুলিশ সদস্য । তাদের বীরত্বগাঁথা ও দেশপ্রেমের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘর প্রতিষ্ঠার করা হলো। এর মাধ্যমে শহীদদের স্মরণ করা হচ্ছে। তাদের অবদান কখনো বাংলাদেশ ভুলবে না । এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, রাজশাহীতে বিএমডিএর কার্যালয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় যিনিই জড়িত থাকনা কেন; তাকে আনা হবে আইনের আওতায় । কাউকে ছাড় দেয়া হবে না।

উদ্বোধন শেষে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেন । সেখানে তিনি ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন করে। পরে শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের তিনি সংবর্ধনা প্রদান করেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles