সর্বশেষ

32.3 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি, ১ ডাকাত নিহত ও ২ সিএনজি চালক আহত হয়

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ৩ টার দিকে শ্রীনগর উপজেলার মহাসড়কের ষোলঘর এলাকার কেয়টখালীতে এ ঘটনা ঘটে। ডাকাতদের চাপাতির আঘাতে হৃদয় (১৮) ও ইমাম (১৯) নামে ২ সিএনজি চালক আহত হয়েছে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত চক্রের ১ সদস্য রাস্তায় পড়ে মারা যায়। ডাকাত দলের বাকী সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।

নিহত ডাকাতের নাম আব্দুল মালেক (৩২)। সে পিরোজপুরের হরিনপালা গ্রামের আব্দুস ছালামের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাসড়কের পূর্বপাশের সার্ভিস লেনের ষোলঘর এলাকার কেয়টখালী ১২ হাজার কিলোমিটার সাইবোর্ডের সামনে ৭/৮ জনের সংঘবদ্ধ একটি ডাকাতের দল বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি শুরু করে। এ সময় ভুক্তভোগীদের ডাকচিৎকারে ডাকাতদল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতের ১ সদস্য রাস্তায় পড়ে জ্ঞান হারায়। ধারনা করা হচ্ছে দৌড়ে পালানোর সময় সে স্টোক করে মাটিতে লুটিয়ে পড়ে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ১টি ধারালো দাসহ ওই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে পিবিআইয়ের সহযোগিতায় নিহত ডাকাতের হাতের ছাপ নির্নয় করে পরিচয় জানা যায়। নিহত ডাকাতের নাম আব্দুল মালেক। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles