সর্বশেষ

30.9 C
Rajshahi
শুক্রবার, মে ১৭, ২০২৪

প্যাকেটজাত লবণের দাম ৩৮ টাকা

টপ নিউজ ডেস্কঃ বাজারে আয়োডিনযুক্ত প্যাকেটজাত লবণের দাম কেজিপ্রতি বেড়েছে তিন টাকা । এখন কোম্পানি ভেদে প্রতি কেজি প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে ৩৮ টাকা দরে । নিত্যপণ্যের বাজারে সব পণ্যের দাম যখন আকাশচুম্বি, তখন সে তালিকায় লবণের দাম যোগ হলো ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) লবণ ব্যবসায়ী, রাজধানীর বিভিন্ন বাজার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য । লবণের দাম বৃদ্ধি প্রসঙ্গে মগবাজারের খুচরা বিক্রেতা আমিনুল হক বলেন, একমাস থেকে বাড়তি লবণের দাম । প্যাকেটের গায়েও ৩৮ টাকা দাম । আমরা ৩৮ টাকা বিক্রি করছি কেজি দরে ।

দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, জানি না দাম বৃদ্ধির কারণ । কোম্পানি বাড়তি দাম রাখছে, বিক্রি করতে হচ্ছে আমাদের বাড়তি দামে । তবে লবণের কোনো সংকট নেই। তিনি বলেন, কারণ নেই লবণের দাম বৃদ্ধির । সব জিনিসের দাম বাড়ছে, সেই স্রোতে লবণের দামও বাড়তি।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles