সর্বশেষ

42.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বিশ্ববাজারে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

টপ নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমলো । বুধবার (৭ সেপ্টেম্বর) এর দাম কমে গত সাত মাসের মধ্যে পৌঁছেছে সর্বনিম্ন পর্যায়ে। চীনে করোনাভাইরাস সম্পর্কিত লকডাউন, সুদের হার বৃদ্ধি বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোতে এবং ইউরোপে অর্থনৈতিক মন্দার শঙ্কা জেঁকে বসায় তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে মনে করছেন বলে বিশ্লষকেরা।

বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিটে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ১ দশমিক ৩৫ মার্কিন ডলার বা ১ দশমিক ৫ শতাংশ ব্যারেলপ্রতি কমে ৯১ দশমিক ৪৮ ডলার ছিল। এই সেশনে লেনদেনের একপর্যায়ে তেলের দাম ৯১ দশমিক ৩৫ ডলারে নেমে গিয়েছিল , যা গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন। এর আগে, গত মঙ্গলবার ব্রেন্টের প্রায় তিন শতাংশ দাম কমেছিল ।

বুধবার যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৫৫ ডলার বা ১ দশমিক ৮৮ শতাংশ কমে ৮৫ দশমিক ৩৩ ডলারে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে। এ সেশনে লেনদেনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দাম ৮৫ দশমিক ১৭ ডলারে নেমে গিয়েছিল , যা গত ২৬ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles