সর্বশেষ

39.4 C
Rajshahi
রবিবার, মে ১৯, ২০২৪

প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাক্ষাৎ

টপ নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। আজ দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঠিক এসময় ভিসির সঙ্গে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ এবং ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদারসহ রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

তবে সাক্ষাৎকালে ভিসি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টারপ্ল্যান, আইসিটি মাস্টারপ্ল্যান, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপির) ও এর আওতায় শিক্ষক প্রশিক্ষণ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তি বিষয়ক আলোচনা। এছাড়াও শিক্ষার্থীদের জন্য দক্ষতাভিত্তিক ১২টি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম (পিজিডি), ১৯টি শর্টকোর্স প্রবর্তন, শ্রেণিকক্ষকে আনন্দময় করে কীভাবে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষমুখী করে তোলা যায় সেসব বিষয়সহ বহুবিধ কর্মকা- সম্পর্কে সার্বিক অগ্রগতি প্রেসিডেন্টের সামনে তুলে ধরেন। কিন্তু এ সময় ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের স্যুভেনির, বার্ষিক প্রতিবেদন, ত্রৈমাসিক প্রকাশনা সমাচার, ডায়েরি ও ক্যালেন্ডার প্রেসিডেন্টের হাতে তুলে দেন। এরপর প্রেসিডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির বিভিন্ন কথা গুরুত্বসহকারে শোনেন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দিকনির্দেশনা প্রদান করেন।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles